ব্লগের বিস্তারিত
প্রথম পাতা // ব্লগের বিস্তারিত
প্রথমে আপনাকে হ্যন্ড স্যানিটিজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
এরপর গ্লাভস পরে নিতে হবে।
প্রতিটি কাজের পর অবশ্যই আপনার হাত জীবাণুমুক্ত করে নিবেন। এরপর সু-কাভার পরে নিতে হবে।
মনে রাখবেন, সু-কাভার পরার পরেই গাউন পরে নিতে হবে।
পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা পোশাক বিভিন্ন ধরনের হতে পারে। তবে এর পরিধান বা খোলার নির্দেশনা একই।
যখন ইনফেকটেড রোগীর সংস্পর্শে যাবেন তখন অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। গাউনের ক্যাপটি এমনভাবে পরতে হবে যাতে কোনোভাবেই আপনার চুল বাইরে না থাকে।
যদি আপনার গাউনে ফেস সেল্ড না থাকে তাহলে গগজ পরে নিতে হবে। সবশেষে আর এক সেট সার্জিক্যাল গ্লাভস পরে নিতে হবে।
অবশ্যই গ্লাভস দিয়ে গাউনের হাতা ভালোভাবে ঢেকে নিতে হবে। এটি হচ্ছে সঠিকভাবে পিপিই পরার নিয়ম।
এখন কিভাবে পিপিই খুলতে বা ডিসপোস করতে হয় সেটা দেখাব:
প্রথমেই আপনি যে গ্লাভস দিয়ে রোগীকে স্পর্শ করেছেন সেটি খুলে ফেলতে হবে।
গ্লাভসটি খোলার সময় অবশ্যই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে।
গ্লাভস খোলার সময় কোনভাবেই গ্লাভসের উপরের অংশ স্পর্শ করা যাবে না।
এবং গ্লাভস খোলা হলে সেগুলো নির্ধারিত স্থানে ফেলুন।
গ্লাভস খোলার পর গগজ খুলে সেগুলো নির্ধারিত স্থানে ফেলতে হবে।
এবার গাউনটি ভেতরের দিক থেকে ধরে রাউন করে খুলতে হবে।
গ্লাভস এবং গাউন এমনভাবে গোটান যাতে ভিতরের অংশ বাইরে থাকে।
গাউন খোলার পর সেটাকে নির্ধারিত স্থানে ফেলুন।
এরপর মাস্ক খুলে ফেলুন। অবশ্যই কানের সাইডে যে রাবারটি আছে সেটি ধরে খুলতে হবে। কোনভাবেই ভেতরের দিকে স্পর্শ করা যাবে না।
মাস্ক খুলে নির্ধারিত স্থানে ফেলুন।
এবার সু-কাভার খুলে নির্ধারিত স্থানে ফেলুন।
সবশেষে গ্লাভসগুলো খুলে ফেলুন।
গ্লাভস খোলার সময় আপনি যে হাতের গ্লাভস প্রথমে খুলবেন সেটির ভেতরের অংশে স্পর্শ করা যাবে না।
যখন আপনার এক হাতের গ্লাভস অর্ধেক খোলা হয়ে যাবে তখন সেই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে অপর হাতের গ্লাভসটির ভেতরের অংশে স্পর্শ করে গ্লাভসটি খুলে ফেলতে হবে।
এবার গ্লাভসগুলো নির্ধারিত স্থানে ফেলুন।
মনে রাখতে হবে, অবশ্যই বায়ো হ্যাজার্ড ব্যাগের ভিতর ব্যবহৃত পিপিই ফেলতে হবে।
হাইপোক্লোরাইড সলিউশন স্প্রে করে ব্যাগের মুখ বন্ধ করে দিতে হবে।
ব্যাগটি পরবর্তীতে মাটিতে পুঁতে ফেলা বা আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
সবশেষে আপনার হাত জীবাণুমুক্ত করে নিতে হবে।
সৌজন্য: ডিরেক্টরেট জেনারেল অব হেল্থ সার্ভিসেস।